|
Date: 2024-11-15 11:57:23 |
শ্যামনগরে ইন্টারজেনারেশন ডায়ালগ অনুষ্ঠিত
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি: বুধবার পরিত্রাণ এর আয়োজনে শ্যামনগর পাবলিক লাইব্রেরী মিলনায়তনে 'যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার, জেন্ডার ভিত্তিক সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক' কমিউনিটিতে ইন্টারজেনারেশনাল ডায়ালগ-২০২৪ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুন্দরবন কোষ্টাল নেটওয়ার্ক এর সাধারণ সম্পাদক রণজিত বর্মন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন শাকির হোসেন, উপজেলা পরিবাব পরিকল্পনা কর্মকর্তা, শ্যামনগর; মো. হুমায়ুন কবীর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, শ্যামনগর; নূর মুহাম্মদ তেজারত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, শ্যামনগর; ডা. কে,এম, মঈনুল ইসলাম, মেডিকেল অফিসার(MCH-FP) ডিজিএফপি, শ্যামনগর; প্রনব বিশ্বাস, প্রোগ্রাম অফিসার, ওসিসি শ্যামনগর; সাবরিন সুলতানা, ডব্লিউ.সি, মহিলা বিষয়ক অধিদপ্তর, শ্যামনগর। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রোগামের বিষয় বস্তু উপস্থাপন করেন পরিত্রাণ এর প্রকল্প সমন্বয়কারী উজ্জ্বল কুমার দাস। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ সদস্য হরিদাস হালদার, সুন্দরবন কোষ্টাল নেটওয়ার্ক প্রতিনিধি, উপজেলা এনসিটিএফ সদস্যবৃন্দ, শিক্ষক, কাজী, পুরোহিত, সাংবাদিক, অভিভাবক প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পরিত্রাণ এর প্রজেক্ট অফিসার নয়ন কুমার গাইন।
ছবি-শ্যামনগরে ডায়ালগ অনুষ্ঠান।
© Deshchitro 2024