|
Date: 2024-11-15 11:59:57 |
মো.আজিজুলহক আজিজ,কুতুবদিয়া: উৎসবমুখর পরিবেশে সামাজিক ও শিক্ষামূলক সংগঠন কক্সবাজারের কুতুবদিয়ার সৃজন ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় বারের মতো সৃজন মেধা বৃত্তি পরীক্ষা -২৪ সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর ২০২৪) সকাল ১০টায় ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।নির্ধারিত সময় পর সকাল ১১:৩০টায় পরীক্ষা শেষ হয়।বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণকারী পরীক্ষার্থীর মধ্যে ৩য় শ্রেনীর ১২৬জন, ৪র্থ শ্রেনীর ১৫৫জন, ৫ম শ্রেনীর ১৭৫জন,৬ষ্ট শ্রেনীর ১৫০জন, ৮ম শ্রেনীর ১৪৮জন। এতে মোট ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৫৪জন শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এতে পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন ইঞ্জিনিয়ার কাইয়ুমুল হুদা।সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ আলী শামীম।কেন্দ্র ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন, তৌহিদুল ইসলাম। সংগঠনের পক্ষ থেকে বর্তমান সহ-সভাপতি লোকমান হাকিম ও সাবেক সভাপতি প্রকৌশলী এস আই এম শাখাওয়াত হোছাইন উপস্থিত ছিলেন।
এসময় কেন্দ্র পরিদর্শন করেন কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার রেজাউল হাসান ও কুতুবদিয়া থানার ওসি আরমান হোসেন।
© Deshchitro 2024