|
Date: 2022-11-22 08:39:49 |
ছাত্রদল নেতা নয়ন মিয়ার হত্যাকান্ডের প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।
মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে পুরাতন পোস্ট অফিস পাড়াস্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে ডায়াবেটিস মোড় ঘুরে পুলিশি বাঁধায় জাহাজঘর মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
এ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রহমান রানা, সিনিয়র সহ সভাপতি আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব প্রমুখ।
বক্তারা ছাত্রদল নেতা নয়ন মিয়ার হত্যাকান্ডের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি করে বলেন, বিএনপি যখন সাধারণ মানুষের দাবি নিয়ে রাজপথে আন্দোলন করছে ঠিক সে সময় আন্দোলন নস্যাৎ করার জন্য রাজপথ রক্তাক্ত করা হচ্ছে।
বক্তারা অবিলম্বে বেগম জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি করেন।
© Deshchitro 2024