প্রতিবছরই এখন বেসরকারি শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশিত হয়। এতে সারাদেশে লক্ষাদিক শিক্ষক নিয়োগপ্রাপ্ত হন। অতীতের তুলনায় বর্তমানে শিক্ষক নিবন্ধনের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এর পিছনে রয়েছে কয়েকটি যুক্তিগত কারণ। নিজ উপজেলায় থেকে চাকরি করার সুযোগ। এছাড়া রয়েছে আরো নানান সুযোগ-সুবিধা

 দেখে নেয়া যাক সেগুলো।

১. লেকচারারঃ কলেজ (নবম গ্রেড)


>মূল বেতনঃ ২২,০০০/= 

>বাড়ি ভাড়াঃ ১,০০০/=

>চিকিৎসা ভাতাঃ ৫০০/=

সর্বোমোটঃ ২৩,৫০০/=


১০ বছর পরে অ্যাসিসটেন্ট প্রফেসর হলে

>মূল বেতন ৩৫,০০০/=

>বাড়িভাড়া ১০০০/=

>চিকিৎসা ভাতা ৫০০/= 

 সর্বমোট ৩৬,৫০০/=


প্রিন্সিপাল হলে 

>বেতন ৫০,০০০/=

>বাড়িভাড়াঃ ১,০০০/=

>চিকিৎসা ভাতাঃ ৫০০/=

 সর্বমোটঃ ৫১,৫০০/=


২. সহকারী শিক্ষকঃ স্কুল (এগারো গ্রেড)


>মূল বেতনঃ ১২,৫০০/= 

>বাড়ি ভাড়াঃ ১,০০০/=

>চিকিৎসা ভাতাঃ ৫০০/=


 সর্বমোটঃ ১৪,০০০/=


🗣️যদি বিএড ডিগ্রি থাকে তাহলে দশম গ্রেড হবে তার, তখন বেতন হবে


>মূল বেতন ১৬,০০০/=

> বাড়ি ভাড়াঃ ১,০০০/=

> চিকিৎসা ভাতাঃ ৫০০/=


সর্বমোটঃ ১৭,৫০০/=


🗣️নোটঃ শুরুর দিকে বিএড করার জন্য ৫ বছর সময় দেয়।এবং ১০ বছর দশম গ্রেডে চাকুরি করার পর সিনিয়র শিক্ষকে উন্নিত হবেন (নবম গ্রেডে)


৩. জুনিয়র শিক্ষকঃ ইস্কুল-২ (ষোল গ্রেড)


>মূল বেতনঃ ৯,৩০০/= 

>বাড়ি ভাড়াঃ ১,০০০/=

>চিকিৎসা ভাতাঃ ৫০০/=


 সর্বমোটঃ ১০,৮০০/=


♐উপরের ৩ ক্যাটেগরির সকলেই প্রতি বছর তার ব্যাসিক বেতনের ২৫% করে ২ টা উৎসব ভাতা পাবেন।


♐ মূল/বেসিক বেতনের ২০% বৈশাখি ভাতা পাবেন বছরে একবার।


♐ দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জন্য জুলাই মাসে বেসিকের ৫% একটা ভাতা দেয়া হয়।


♐এছাড়া কিছু স্কুল-কলেজ (সংখ্যাটা খুবই সামান্য) ছাত্র-ছাত্রীদের থেকে বাৎসরিক যে বেতন+ফিস নেয় তা খরচ করার পরেও যদি স্কুল/কলেজ ফান্ডে টাকা বেচে যায় তা শিক্ষকদের মধ্যে ভাগ করে দেন।


♐ উপরের ৩ ক্যাটেগরির সকলেই প্রতি বছর তার ব্যাসিক বেতনের ৫% ইনক্রিমেন্ট পান।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024