|
Date: 2024-11-16 08:52:34 |
আসছে ৭ ডিসেম্বর নারায়ণগঞ্জের সকল নাট্যকর্মী ও শিল্পীদের প্রাণের মিলনকেন্দ্র 'সম্মিলিত নাট্যকর্মী জোট, নারায়ণগঞ্জ' এর কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আয়োজিত হতে যাচ্ছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে শিল্পকলা একাডেমি, নারায়ণগঞ্জ এর প্রাঙ্গন। ১৫ নভেম্বর শুক্রবার হতে মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে।
আগামী ৭ ডিসেম্বরের নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী-সমর্থকদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। উক্ত নির্বাচনে মোট ১৬টি পদে নির্বাচন হবে।
শুক্রবার প্রথম দিনে সর্বমোট ২৩জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে সভাপতি পদে মাসুমুল হক সোহেল ও আব্দুল হামিদ, সিনিয়ার সহ-সভাপতি পদে মেহেফুজুর রহমান, সহ-সভাপতি পদে মোঃ বাবুল ও মিজানুর রহমান খোকন, সাধারণ সম্পাদক পদে সাব্বির আহমেদ সেন্টু ও কবির প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মডেল হৃদয় খান, সহ-সাধারণ সম্পাদক পদে এ্যাড.এফ এম ফরহাদ, সাংগঠনিক সম্পাদক পদে আব্দুর রহিম, সহ- সাংগঠনিক সম্পাদক পদে শংকর রায়, রফিকুল ইসলাম সুমন, অর্থ সম্পাদক পদে শাহজালাল মন্ডল, দপ্তর সম্পাদক পদে এজাজ খান, মোশারফ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোঃ ফারুক উদ্দিন, মাসুদ রানা আকাশ, সমাজ কল্যাণ সম্পাদক পদে রাশেদুল হক রাশেদ, সোলায়মান হোসেন রনি, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে মুরাদ হোসেন এবং মহিলা বিষয়ক সম্পাদক পদে জেসমিন আক্তার ডলি ও পারুল আক্তার জবা স্ব স্ব পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
© Deshchitro 2024