|
Date: 2024-11-17 01:41:32 |
২০২৪ সালে ফিফা উইন্ডোর শেষ ম্যাচ ছিল গতকাল। বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ ২-১ গোলে হারিয়েছে সফরকারী মালদ্বীপকে। সিরিজের ১ম ম্যাচে জিতেছিল মালদ্বীপ। ফলে দুই ম্যাচের সিরিজে সমতা এলো।
৯০ মিনিট পর্যন্ত খেলা ১-১ সমতায় ছিল। রেফারি ৬ মিনিট ইনজুরি সময় দেন। ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে বদলি ফুটবলার পাপন সিং জয়সূচক গোল করেন। বাম প্রান্ত থেকে বাড়ানো বলে বক্সের মধ্যে বল পান পাপন। ঠান্ডা মাথায় পাপন শট নিয়ে মালদ্বীপ গোলরক্ষককে পরাস্ত করে স্টেডিয়ামের গ্যালারিতে আলোড়ন তৈরি করেন।
২০২৪ সালে বাংলাদেশ সিনিয়র পুরুষ ফুটবল দল আটটি ম্যাচ খেলেছে। আট ম্যাচের মধ্যে হার ছয়টি ও দুটি জয়। আট ম্যাচের মধ্যে চারটি বিশ্বকাপ বাছাইয়ের, বাকি চারটি প্রীতি ম্যাচ। চার প্রীতি ম্যাচের মধ্যে মাত্র একটি জয় ভুটানের বিপক্ষে আর একটি জয় হোম ম্যাচে মালদ্বীপে।
আট ম্যাচে বাংলাদেশ মাত্র তিনটি গোল করেছে। তিনটি গোলই দক্ষিণ এশিয়ার প্রতিপক্ষ ভুটান ও মালদ্বীপের বিপক্ষে। সেপ্টেম্বরে মোরসালিনের গোলে বাংলাদেশ জিতেছে। আজ মজিবর রহমান জনির গোলে বাংলাদেশ সমতা এনেছে। পরবর্তীতে পাপন সিংয়ের গোলে জয় আসল। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ফরোয়ার্ডদের অবস্থা এতেই ফুটে উঠে।
© Deshchitro 2024