|
Date: 2024-11-17 11:01:17 |
একই প্রতিষ্ঠানের ৩ জন শিক্ষক ও ২ জন কর্মচারীকে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদেরিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার অবসরপ্রাপ্ত ৩ জন শিক্ষক ও ২ জন কর্মচারীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধিত শিক্ষক-কর্মচারীরা হলেন, সিনিয়র সহকারী শিক্ষক (কৃষি) এসএম হুমায়ুন মাকসুদ হারুন, ইবতেদায়ী প্রধান মাওলানা আব্দুর রউফ, জুনিয়র শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, অফিস সহকারী মোস্তফা মিজানুর রহমান, অফিস স্টাফ মোঃ নুরুল আমিন।
রবিবার (১৭নভেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে তাদের বিদায় সংবর্ধনা জানানো হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওহিদুজ্জামান। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ১০ নং আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু, নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এম আবু বক্কর সিদ্দিক, নওয়াবেঁকী গনমুখী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমান, বাংলাদেশ জামায়াত ইসলামী আটুলিয়া ইউনিয়নের আমির প্রভাষক মাওলানা আব্দুল হামিদ, বিড়ালাক্ষী মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ একরামুল কবির, রাবেয়া খাতুন মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রেজাউল করিম প্রমুখ।
শিক্ষার্থীদের মধ্যে বক্তৃতা প্রদান করেন আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী তাসনিম তামান্না রুহি। শিক্ষক মন্ডলীর মধ্য থেকে বক্তৃতা প্রদান করেন মাওলানা মঈন উদ্দিন আহমেদ। এ সময় বক্তারা বিদায়ী শিক্ষক-কর্মচারীগণের চাকরি জীবনের স্মৃতিচারণ করেন। পরে সকলের মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
© Deshchitro 2024