আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের ৬টি খাস খালের ইজারা বাতিল, নেটপাটা বাঁধ অপসারণ, খাল অবমুক্ত, মিথ্যা মামলা তুলে নেওয়া ও হাজার হাজার বিঘা জমির ফসল রক্ষার দাবীতে সংবাদ সম্মেলন অনু্ষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় বুধহাটা ইউনিয়নের গাজীরমাঠে ইউপি সদস্য শীষ মোহাম্মদ জেরী সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

এলাকার বহু জমির মালিক ও কৃষকদের উপস্থিতিতে মেম্বার শীষ মোহাম্মদ জেরী বলেন, বেউলা, শ্বেতপুর, নওয়াপাড়া ও পদ্মবেউলার বড় একটি অংশের হাজার হাজার বিঘা জমির পানি হিমখালীসহ ৬টি খাল দিয়ে স্লুইস গেট হয়ে নদীতে গিয়ে পড়ে। এসব খালৈ কালভার্ট ও স্রুইস গেট থাকায় জোয়ার ভাটার পানি প্রবাহমান থাকে। খালগুলোকে জলমহল নাম দিয়ে ইজারা নিয়ে বা অবৈধ দখলে নিয়ে নেটপাটা, বস্তায় মাটিবালি ভরে বাঁধ দিয়ে পানি নিস্কাশনে প্রতিবন্ধকতার সৃ্ষ্টি করা হয়ে থাকে। ফলে এলাকার হাজার বিঘা জমির ফসল পানিতে নিমজ্জিত হয়ে নষ্ট হয়ে যায়। এলাকার হাজার হাজার মানুষ খালের পানি নিস্কাশনে প্রতিবন্ধকতা দূর করতে মাঠে নেমেছিল। কোন খাল দখল করা হয়নি। এলাকার মানুষ প্রবাহমান খাল অবমুক্ত রাখতে এবং এলাকার ফসল রক্ষা ও জনমানুষের কল্যাণে ব্যবস্থা নিতে দাবী জানিয়ে আসছে। সাথে তাদের নামে মিথ্যা ১৪৫ ধারার মামলা ও থানায় মিথ্যা জিডি প্রত্যাহারের ব্যবস্থা নিতে  জোর দাবী জানিয়েছেন।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024