শান্তিপুরে যাওয়ার লাগি রইল বহু তরী

টাকার মেশিন হইয়া আমি দূর প্রবাসে মরি 

ইচ্ছে গুলো ডানা মেলে দিচ্ছে আকাশ পাড়ি

স্বজন সখের হাঁড়ি নিয়ে কবে যাবো বাড়ি।



শুকনো রুটি আমার কাছে কোরমা পোলাও দ‌ই

ঘামে ভেজা গামছা গলায় ক্লান্তি মিটা‌ই কই

তরী বেয়ে আমি যখন একটু পিঠ ঠেকাই

পাথর ছাপা ক্লেশগুলো আমায় রাগ দেখাই।



পথের ধারে ঘুমাই আমি কেউ ডাকে না আমায় 

স্বপ্ন ক্লান্তি দুশ্চিন্তার ছাপ আমাকে জাগায়

তীব্র রোদে আমি যখন বেহুঁশ হয়ে যায় 

শখের হাঁড়ির জল দারোগা ট্যারা চোখ দেখায়।



স্বজন মুখে সুখের হাসি আমি যখন দেখি

মিথ্যা হাসি দিয়ে আমি ক্লেশ লুকাতে শিখি

হাসি ফুটানোর মাধ্যমখানা খুব যতনে রাখি

বিশেষ দিনের নেই রে খোঁজ আলোভর্তা মাখি।



প্রতি মাসের ঠিক সময়ে পাঠিয়ে দেয় সুখ

পাথর কেটে লোহা ছেটে হলেও তার দুখ

হঠাৎ করে বন্ধ হইলো প্রবাস পাখির চোখ

স্বদেশ ফিরলো পট্টি মূখে কে দেখে তার মুখ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024