|
Date: 2024-11-18 12:49:14 |
রাহাপাড়া কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি সাপোর্ট গ্রুপের দক্ষতা ও দায়িত্বশীলতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি গ্রুপের ২ দিন ব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় নড়িয়া উপজেলার ঘড়িষারের শহীদ নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউএসএআইডি-এর কমিউনিটি নিউট্রিশন অ্যান্ড হেলথ অ্যাক্টিভিটি (সিএনএইচএ)-এর উদ্যোগে এবং পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির (PSKS) সহায়তায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে কমিউনিটি সাপোর্ট গ্রুপের দায়িত্ব ও কর্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক শহীদ হোসেন এই প্রশিক্ষণ পরিচালনা করেন। তিনি জানান, কমিউনিটি সাপোর্ট গ্রুপের কার্যকর ভূমিকা স্থানীয় স্বাস্থ্যসেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ। পাশাপাশি, গর্ভবতী মা ও শিশুর পরিচর্যা, মায়ের বুকের দুধের গুরুত্ব এবং শিশুর সুষম পুষ্টি নিশ্চিত করার জন্য সঠিক খাদ্যাভ্যাসের ওপর জোর দেওয়া হয়।
প্রশিক্ষণে রাহাপাড়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি রবিন রায়, পিএসকেএস-এর ইউনিয়ন ফ্যাসিলিটেটর সাবিরুল ইসলাম, এবং কালের কণ্ঠের সাংবাদিক মাহবুব আলম উপস্থিত ছিলেন। এছাড়া কমিউনিটি সাপোর্ট গ্রুপের আহ্বায়ক সুজন মাঝিসহ মোট ২৪ জন সদস্য অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়। এই প্রশিক্ষণ কর্মশালাটি কমিউনিটি সাপোর্ট গ্রুপকে আরও কার্যকর ও শক্তিশালী করতে একটি মাইলফলক হয়ে থাকবে বলে আশা করা হচ্ছে।
© Deshchitro 2024