|
Date: 2022-11-22 12:56:52 |
কুড়িগ্রামে পৃথক দুটি অভিযানে পাঁচশো
পিস ইয়াবা ও পঞ্চাশ বোতল ফেনসিডিল সহ ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে নাগেশ্বরী পৌর এলাকার মালভাঙ্গা ব্রীজের ওপর ৪ জন মহিলাকে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি
করে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এদিকে গতকাল সন্ধ্যার দিকে, উলিপুর থানার নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস দল বেগমগঞ্জ ইউনিয়নের উত্তর বালাডোবা এলাকা হতে পাঁচশো টি ইয়াবা ট্যাবলেটসহ ওই এলাকার কুখ্যাত মাদক কারবারি ছমের আলী (৪২) কে গ্রেফতার করে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবিউল হাসান জানান, মঙ্গলবার সকাল আনুমানিক ১০ঃ৩০ ঘটিকায় নাগেশ্বরী পৌরসভাস্থ মালভাঙ্গা গ্রামের ভুরুঙ্গামারী টু নাগেশ্বরী মহা সড়কের মালভাঙ্গা ব্রিজের ওপর থেকে রংপুরের রবাটসনগঞ্জ এলাকার মোছাঃ আক্তারী বেগম ওরফে মুন্নী (৪৫) এর শরীরে দশ বোতল ফেনসিডিল, আনছারী মোড় এলাকার রাবেয়া বেগম (৬০) এর শরীরে আঠারো বোতল ফেনসিডিল, মোছাঃ রওশন আরা (৪০) এর শরীরে পনেরো বোতল ফেনসিডিল, বাবুপাড়া রেলগেট এলাকার মোছাঃ মর্জিনা বেগম (৩০) এর শরীরে সাত বোতল ফেন্সিডিল মোট ৫০ বোতল ফেনসিডিল শরীরের মধ্যে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় জব্দ পূর্বক গ্রেফতার করে নাগেশ্বরী থানার একটি চৌকস টিম।
এ ব্যাপারে সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
© Deshchitro 2024