২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে  তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে যশোরের অভয়নগরে উপজেলা প্রশাসনের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের অডিটরিয়ামে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমাদুল করিম, অভয়নগর থানা বিএনপির সভাপতি ফরাজী মতিয়ার রহমান, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, থানা বিএনপি সাধারণ সম্পাদক গোলাম হায়দার ডাবলু, জামায়াতে ইসলামী বাংলাদেশ অভয়নগর উপজেলা শাখার আমির সরদার শরীফ হোসেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, হেফাজতে ইসলামী অভয়নগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ,খেলাফত মজলিসের অভয়নগর উপজেলাে শাখার সভাপতি মাওলানা আব্দুল মান্নান,  স্বাগত বক্তব্য রাখেন জুলাই আগস্টের আহত সাংবাদিক তাওহীদ হাসান উসামা, শিক্ষার্থীদের মধ্য থেকে মোহাম্মাদ আশিকুজ্জামান, রাকিব পাটোয়ারী, ফয়সাল মাহমুদ, জিহান হাসান জিমসহ অনন্যারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আইসিটি টেকনিশিয়ান দেবাশীষ দাস নান্টু।উক্ত স্মরণ সভায় রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। অনুষ্ঠান শুরু হওয়ার আগে একটি র‍্যালি প্রদর্শন করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024