|
Date: 2024-11-19 08:34:11 |
মৌলভীবাজারের বড়লেখায় ছেলে-মেয়ে পালিয়ে বিয়ে করায় তাদের পরিবারের দুপক্ষের মধ্যে সংঘর্ষে ৪ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এবং ১ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।সোমবার (১৮ নভেম্বর) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে উপজেলার বর্ণি ইউনিয়নের পাকশাইল গ্রামে।
পালিয়ে যাওয়া সুহাদা আক্তার বর্ণি ইউনিয়নের পাকশাইল গ্রামের আব্দুল হামিদের মেয়ে এবং জাবির হোসেন একই এলাকার তরিছ আলীর ছেলে।তারা একে অপরের চাচাতো ভাই-বোন।পালিয়ে বিয়ে করার তাদের পরিবারের মধ্যে সংঘাতের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীর সূত্রমতে,জাবির সুহাদাকে পালিয়ে বিয়ে করায় সুহাদার পরিবারের সদস্যরা গুন্ডা ভাড়া করে এনে জাবিরের বাড়িতে অতর্কিত হামলা চালায়।এতে জাবিরের পরিবারের সদস্যরা গুরুতর আহত হয়।ভাড়াটে মুখোশ দারী গুন্ডারা তার বাড়ির সকল আসবাবপত্র ভেঙ্গে চুরমার করে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।প্রায় দুই ঘন্টাব্যাপী সংঘর্ষে দু'পক্ষই আহত হয়েছেন।১ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের সিলেটের ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে আর বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
উল্লেখ্য,গত ২০২২ সালের (২০ সেপ্টেম্বর) মঙ্গলবার জাবির তার চাচাতো বোন সুহাদাকে অপহরণ করে পালিয়ে যায়।অপহরণের পর তাদের অনেক খোঁজ খোঁজির পর জানা যায় জাবির সুহাদাকে বিয়ে করে যুক্তরাজ্যে পালিয়েছে।থানায় তার বিরুদ্ধে অপহরণের মামলা রয়েছে।সুহাদার বড় ভাই বাদী হয়ে জাবিরের বিরুদ্ধে অপহরণের মামলাটি দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম মঙ্গলবার সকালে জানান,অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
© Deshchitro 2024