
মনোয়ার হোসেন পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠি মানুষের নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে। কৃষ্ণপুর ইউনিয়নে বিকেলে স্থানীয় কৃষ্ণবল্লভ মাঠে এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ নামে একটি বেসরকারী সংগঠন আদিবাসীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাওয়া সংগঠনটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার আলিমুজ্জামান মিলন।
অনুষ্ঠানে নিজেদের ভাষা ও সাংষ্কৃতি তুলে ধরেন সাঁওতাল, উড়াও ও পাহানসহ কয়েকটি ক্ষুদ্র জাতি গোষ্ঠির নারী পুরুষ। তারা ঢোল, মাদল ও কর্তালসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের মুর্ছনায় গান এবং নৃত্য পরিবেশন করে।
উৎসব উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো: নজরুল ইসলাম। আদিবাসী নেতা যতীন টপ্প্য, উপজেলা জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি সুবোধ উড়াও, এস আই এল ইন্টান্যাশনাল বাংলাদেশ এর জেলা এরিয়া ম্যানেজার রিন্টু মার্ডী প্রমূখ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।
বক্তব্যে এরিয়া ম্যানেজার রিন্টু মার্ডী বলেন
আমরা সারা বছর আমাদের আদিবাসীদের জীবন মান উন্নয়নে জন্য কাজ করে থাকি যেমন অবহেলিত পরিবারকে সাহায্য সহেতা, তাদের বাচ্চাদের স্কুল মুখি করা, স্বাস্থ্য সচেতন, এবং সেনেটারী সচেতন সহ বিভিন্ন সামাজিক ধরনের ক্যাম্পেইন আমাদের এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর পক্ষ থেকে পরিচালনা করা হয় এবং এ ধরনের গণসচেতনতা মুলুক কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমীর উপ পরিচালক বেনজামিন টুডু।
এবং আলোচনা সভা শেষে সংস্কৃতিক দলগুলোর মধ্যে বিজয়ী দল গুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উৎসব আয়োজন ও সাংস্কৃতিক পরিবেশনা
উপভোগ করতে কৃষ্ণ বল্লভ মাঠে জড়ো হোন স্থানীয় বসবাসকারী বিভিন্ন সম্প্রদায় ও শ্রেনী পেশার মানুষ।
আয়োজনে এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ,
রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নিগোষ্ঠী কালচারাল একাডেমি সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়।
সহযোগিতায় গ্রাম কমিটি পত্নীতলা নওগাঁ।