|
Date: 2022-11-22 14:38:40 |
নরসিংদী অন্যতম সনামধন্য, গুরুত্বপূর্ণ শপিংমলের পরিচালনা কমিটির সভাপতি বহিষ্কার। নানান অনিয়ম আর দূর্নীতির অভিযোগ এনে নরসিংদী ইনডেক্স প্লাজার মালিক সমিতির সভাপতিক জহিরুল ইসলাম জাহাঙ্গীর কে বহিষ্কার করেছে সমিতির সদস্যরা।
নরসিংদী শহরের বৌয়াকুড় মহল্লায় অবস্থিত শপিং মল ইন্ডেক্স প্লাজা। এটি নরসিংদী জেলার সর্ববৃহৎ শপিং মল। দুরদূরান্ত থেকে প্রতিদিন হাজার হাজার ক্রেতার সমাগম হয় নরসিংদী ইন্ডেক্স প্লাজায়। গত কয়েক বছর আগে সর্বশেষ মালিক সমিতির সভাপতি নির্বাচিত হন জহিরুল ইসলাম জাহাঙ্গীর।
সভাপতি হবার পর থেকে পরিচালনায় নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আসতে থাকে ওনার বিরুদ্ধে। বিভিন্ন অনিয়ম দূর্নীতির অভিযোগ এনে ইনডেক্স প্লাজার মালিক সমিতির সদস্য পদ সহ সকল পদ থেকে তাকে বহিষ্কার করেছেন ইনডেক্স প্লাজার সকল মালিক বৃন্দ।
তার অনিয়ম ও দূর্নীতির সঠিক তদন্ত করে বিচারের দাবি জানিয়েছেন মার্কেটের মালিক এবং ব্যবসায়ীবৃন্দ।
© Deshchitro 2024