|
Date: 2024-11-19 15:58:55 |
জামালপুরের ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যােগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা ডাসকো আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন সাপধরী ইউপি চেয়ারম্যান শাহা আলম মন্ডল।
ডাসকোর প্রজেক্ট ম্যানেজার মাহাবুবুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সাংবাদিক আজিজুর রহমান চৌধুরী, ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লর রহমান, ইউপির সাবেক চেয়ারম্যান সুরুজ্জামান,প্যানেল চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, ডাসকোর প্রজেক্ট অফিসার সোহেল রানা এবং ইসলামী রিলিফ ইন্টারন্যাশনালের প্রজেক্ট অফিসার একরামুল হক।
অনুষ্ঠানে সাপধরী ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিগত বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা পুনরায় মেরামত ও চরাঞ্চলের বাসিন্দাদের দূর্যোগকালীন দূর্যোগ প্রশমনের জন্য ফ্লাড সেল্টার ও আশ্রয় কেন্দ্র মেরামত প্রসঙ্গে যৌক্তিক আলোচনা হয়েছে।
© Deshchitro 2024