মানবতার সেবক আমি, পৌঁছে যাই অলি-গলি. সেবায় ধর্ম আমার, আমিই শহরতলী। এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার দুপুরে চৌদ্দগ্রমস্থ ডলি রিসোর্টে জমকালো আয়োজনে শহরতলী রক্তদাতা ফাউন্ডেশন এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র্টি শার্ট উন্মোচন হয়। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আবদুল্লাহ মোহাম্মদ মাসুম। প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জনাব রহমতুল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাবা জাকিয়া সুলতানা লিমা ও চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ জনাব এ.টি.এম আকতার উজ জামান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এ.কে.এম মীর হোসেন, চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মোঃ আবুল কাশেম শামসুদ্দিন ও কুমিল্লা জজ্ কোর্ট এর সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট মোঃ আজাদ হোসেন। সংগঠনের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা মোঃ সাইফ উদ্দিন এবং উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে যারা ছিলেন-বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন (মিশু), পৌরসভার মিতালি ক্লাবের সেক্রেটারী , ইন্জিনিয়ার আবু মূসা, হাসান শহিদ, শরিফ আহমেদ, মোঃ ফাহিম আহমেদ (রাশেদ), ওসমান গণি, মোঃ ফাহিম আহমেদ (রাশেদ)। পবিত্র কোরআন তেলওয়াত এর মাধ্যমে শুরু করেন খালেদ মাহমুদ ও সংগীত পরিবেশনা করে হানজালা বিন হুমায়ুন সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দু।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024