|
Date: 2024-11-20 06:54:29 |
কারিতাস সীডস কর্মসূচির সহায়তায় শেরপুর জেলার সদর উপজেলায় জেন্ডার সমতা ও দায়িত্ব, নারীর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ/মত বহির্ভূত বিবাহ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৯ নভেম্বর মঙ্গলবার এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। চরশ্রীপুর প্রি-স্কুল রুমে অনুষ্ঠিত প্রশিক্ষণে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লুৎফুল কবীর। মাঠ সহায়ক সুবল ম্রং এর সঞ্চালনায় কারিতাস ও সীডস কর্মসূচির কার্যক্রম নিয়ে সহভাগিতা করেন, উপজেলা সমন্বয়কারী সত্যজিত মৃ। দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন, জেন্ডার বিষয়ক ফোকাল পার্সনগণ।
জেন্ডার কী, জেন্ডার সমতা, নারীর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ, ফোকাল পারসনদের দায়িত্ব, তাদের কর্ম পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে ২০ জন জেন্ডার বিষয়ক ফোকাল পার্সন উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024