|
Date: 2022-11-22 15:33:36 |
রাজশাহীর পবা উপজেলার দামকুড়াহাট উচ্চ বিদ্যালয়ের প্রিয় সহকারী প্রধান শিক্ষক আলহাজ¦ মো: আব্দুল মান্নান স্যারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উক্ত বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জনাব মোঃ মাজদার রহমান সরকার। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ নাসির উদ্দিন। বিশেষ অতিথি এলাকার সকলের শিক্ষা গুরু আলহাজ্ব হানিফ চৌধুরী, ৩ নং দামকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম, প্রাক্তন ছাত্র ও সরকারের যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন আমিনুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শাহীন আলম, সিসিবিভিওর প্রতিনিধি নিরাবুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সকল সম্মানিত শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ। আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন দামকুড়াহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ ফেরদৌশ আলী। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান শেষে সকল শিক্ষার্থী ও শিক্ষকমন্ডলী তাদের প্রিয় শিক্ষককে র্যালী নিয়ে বাড়িতে পৌছে দেন।
© Deshchitro 2024