|
Date: 2024-11-20 16:45:32 |
“আপনার ফুসফুস সম্পর্কে জানুন, নিয়মিত ফুসফুসের স্বাস্থ্য করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বিশ্ব সিওপিডি ( ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ) দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (২০ নভেম্বর) দুপুরে দি একমি ল্যাঃ লিমিটেডের সহযোগিতায় এনসিডি কমিউনিটি হাসপাতাল কতৃপক্ষের আয়োজনে এক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মেডিসিন, ডায়াবেটিস ও অ্যাজমা বিশেষজ্ঞ চিকিৎসক এবং ফোরাম অব ইন্টারন্যাশনাল রেসপিরেটরি সোসাইটির ইসি মেম্বার ডাঃ অজয় কুমার রায়।
এসময় তিনি বলেন, শ্বাসকষ্ট, ক্রমাগত কাশি,কফ, ক্লান্তি এবং ওজন কমে যাওয়া সিওপিডি- র প্রধান লক্ষ্মণ জানিয়ে বলেন, ধুমপান সিওপিডি র সবচেয়ে বড় কারণ। এছাড়া দূষিত বায়ূতে দীর্ঘক্ষণ শ্বাস নেয়ার ফলেও হতে পারে সিওপিডি।
সিওপিডি প্রতিরোধে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা গ্রহণ পূর্বক কিছু বিষয়ের যত্ন নেয়ার কথা জানিয়ে তিনি আরও বলেন, সিওপিডি প্রতিরোধের সর্বোত্তম উপায় হল ধুমপান ত্যাগ করা। এছাড়া যতটা সম্ভব দুষিত বাতাসে শ্বাস নেয়া এড়িয়ে চলতে হবে। ফুসফুসকে সুস্থ ও শক্তিশালী রাখতে পুষ্টিকর খাবার গ্রহন করা এবং নিয়মিত ব্যায়ামের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
© Deshchitro 2024