|
Date: 2024-11-20 19:03:22 |
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সশস্ত্র বাহিনী সাহস, শৌর্য ও শৃঙ্খলা দিয়ে তৈরি জাতির এক গর্বিত প্রতিষ্ঠান। তিনি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এক বাণীতে এ মন্তব্য করেন।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবসের প্রাক্কালে তার ফেসবুক পেজে দেয়া এক বাণীতে তিনি বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। একইসঙ্গে শহীদদের রুহের মাগফেরাত প্রার্থনা করেন।
তারেক রহমান বলেন, সশস্ত্র বাহিনী আমাদের মহান মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছে। এ বাহিনী জাতির গর্বিত প্রতিষ্ঠান। যা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের আন্তর্জাতিক শান্তি রক্ষায়ও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বলে উল্লেখ করেন।জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের বাহিনীর সদস্যরা দেশের সুনাম অর্জন করেছেন।
তারেক রহমান সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের স্মৃতিতে গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, শহীদ জিয়া সশস্ত্র বাহিনীকে আধুনিক, গতিশীল ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছিলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তিযুদ্ধে জীবনদানকারী বীরশ্রেষ্ঠদের স্মৃতিও গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, শহীদ জিয়ার সময় থেকেই বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিশ্বের আধুনিক বাহিনীর সমকক্ষ হয়ে ওঠে। পরবর্তীতে বিএনপি সরকারের সময়েও এ বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করতে নিরলস প্রচেষ্টা চালানো হয়েছিল। ভবিষ্যতেও এ প্রয়াস অব্যাহত থাকবে। তিনি সশস্ত্র বাহিনী দিবসের সব কর্মসূচির সাফল্য কামনা করেন।
© Deshchitro 2024