|
Date: 2024-11-20 21:27:38 |
সাতক্ষীরার কৃতি সন্তান সাফ জয়ী নারী ফুটবলার ডিফেন্ডার আফঈদা খন্দকার প্রান্তির জন্মদিন পালন করা হয়েছে।
১৮ নভেম্বর ফুটবলার প্রান্তির জন্মদিন উপলক্ষ্যে পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরা শহরের সঙ্গীতামোড়ে হোটেল টাইগার প্লাসের ৫ম তলায় ফুডপ্লাসের সম্মেলন কক্ষে ২০ নভেম্বর বুধবার রাত ৮টায় ফুটবলার প্রান্তির ১৮তম জন্মদিন পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রান্তির গর্বিত পিতা ফুটবল প্রশিক্ষক খন্দকার আরিফ হাসান প্রিন্স, মাতা মমতাজ খন্দকার মিরা, বোন জাতীয় খেলোয়াড় (বক্সার) আফরা খন্দকার প্রাপ্তি, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক সাইদুর রহমান শাহিন, মীর তাজুল ইসলাম রিপন, সাবেক নির্বাহী সদস্য ও সাবেক পৌর মহিলা কাউন্সিলর ফারহা দিবা খান সাথী, শিমুন শামস্, ক্রীড়া সংগঠক কাজী কামরুজ্জামান সহ জেলা বিভিন্ন পর্যায়ের ক্রীড়া ব্যক্তিত্ব।
© Deshchitro 2024