|
Date: 2024-11-21 10:47:39 |
মৌলভীবাজারের বড়লেখায় ৩১ বোতল ভারতীয় হুইস্কিসহ আশু দাস (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২০ নভেম্বর) রাতে জেলা কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জাকির হোসেনের নেতৃত্বে ও সেনাবাহিনীর ১৭ সদস্যের সমন্বয়ে রেইডিংপার্টি টিম গঠন করে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার দাসের বাজার ইউনিয়নের মালিশ্রী গ্রামের মৃত দারিকা দাসের ছেলে।
মামলার এজহার সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশু দাসের বাসায় অভিযান চালায় সেনাবাহিনী।তার টিনের ছাউনিযুক্ত পুরো বাড়ি ঘেরাও করে সেনাবাহিনী। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আশু দাসকে গ্রেফতার করা হয়।এসময় খাটের নিচের মেঝেতে একটি সিনথেটিক বস্তার ভিতর ভারতীয় তৈরি প্লাস্টিকের বোতলে Officer's Choice নামক ৩১ বোতল হুইস্কি (প্রায় ১২ লিটার) জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে ২০১৮, (সংশোধিত-২০২০) একটি মামলা রুজু হয়েছে।
মৌলভীবাজারের জেলা কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জাকির হোসেন বৃহস্পতিবার সকালে জানান,গোপন সংবাদের ভিত্তিতে আমরা সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে মাদক ব্যবসায়ী আশু দাসের বাড়িতে অভিযান চালাই।এসময় ৩১ বোতল ভারতীয় হুইস্কি সহ তাকে গ্রেপ্তার করা হয়।এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে।মামলাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম জানান,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক ব্যবসায়ী আশু দাসেকে ৩১ বোতল ভারতীয় হুইস্কি সহ গ্রেপ্তার করা হয়েছে।তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে।মামলাটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
© Deshchitro 2024