চট্টগ্রাম নগরের হালিশহরের বড়পুল এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা প্রায় ৫শ’ বস্তা চিনি জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কেজিপ্রতি ৯০ টাকায় কেনা এসব চিনি ১০৫ টাকায় বিক্রি হচ্ছিল।

২২ নভেম্বর (মঙ্গলবার) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান এ তথ্য জানান।

জানা গেছে, চিনিগুলো অনেক আগের কেনা। অসাধু এই ব্যবসায়ী অনেক আগে ডিও কিনে রাখলেও এস আলমের কারখানা থেকে চিনিগুলো সরবরাহ করেনি। এস আলম কর্তৃপক্ষের সাথেও কথা হয়েছে। তারাও বলেছে অনেক আগে কিনেও তারা চিনিগুলো খালাস করেনি। কম দামে কিনে বেশি দামে বিক্রি করছিল তারা।

আনিছুর রহমান বলেন, চট্টগ্রামর হালিশহরের বড়পুল এলাকায় একটি গুদামে ৫শ বস্তা চিনি জব্দ করেছি। সবমিলিয়ে এ গুদামে ২৯ টন চিনি রয়েছে।

৫০ কেজি ওজনের বস্তার গায়ে সাড়ে ৪ হাজার টাকা দাম লেখা আছে। সে হিসেবে কেজিপ্রতি চিনির দাম পড়ে ৯০ টাকা। কিন্তু তাদের ভাউচারে দেখা গেছে তারা কেজিপ্রতি ১০৫ টাকা দরে বিক্রি করছেন। যদিও সরকার গত ১৮ নভেম্বর প্রতিকজি চিনি খুচরায় ১০২ টাকায় বিক্রি করার সিদ্ধান্ত দিয়েছে। আমরা এখনো অভিযান পরিচালনা করছি। পরে বিস্তারিত জানাবো।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024