লাখাইয়ে রিলে পদ্ধতিতে সরিষা আবাদ চলছে। লাখাইয়ে প্রথমবারের মতো কৃষিতে রিলে পদ্ধতিতে আমন ধান আবাদের পর সাথী ফসল হিসেবে সরিষা আবাদ করছে কৃষকেরা। রোপা বা বোনা আমন এর জমিতে ধান কর্তনের ১০-১৫ দিন পূর্বে জমিতে সরিষা বীজ বপন বা ছিটিয়ে সরিষা আবাদ পদ্ধতিকে রিলে পদ্ধতিতে সরিষা চাষ বলা হয়ে থাকে। এ পদ্ধতিতে সরিষা চাষে জমিতে কর্ষনের প্রয়োজন পড়েনা বিধায় এ পদ্ধতিতে সরিষা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। যে সকল জমি রোপা আমন বা বোনা আমন পরবর্তী সময়ে বোরো আবাদ হয়না এবং মৌসুমি অনাবাদি থাকে সে জমিতে রিলে পদ্ধতিতে সরিষা চাষ করা যায়। এছাড়া যে জমিতে কর্তন কালীন সময়ে পানি জমে থাকেনা এবং জমিতে কাদা কাদা ভাব থাকে তাতে রিলে পদ্ধতিতে সরিষা চাষ করা সহজেই করা যায়। এ পদ্ধতিতে লাখাইয়ে বারী-১৪, বারী-১৭, বারী-১৮ এবং বিনা-৯, বিনা-১১ আবাদ হচ্ছে বলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান বলেন লাখাইয়ে উল্লেখযোগ্য পরিমাণ জমি আমন পরবর্তী সময়ে বোরো আবাদ হয়না এবং তা মৌসুমি অনাবাদি থাকে। এ জমিতে সরিষা সহ বিভিন্ন রবিশস্য আবাদ করা যায়। এ লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমন পরবর্তী সময়ে বিনা চাষে রিলে পদ্ধতিতে সরিষা চাষ করতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা করে আসছি। ইতিমধ্যে লাখাইয়ে ২০-২৫ বিঘা জমিতে রোপা আমনের জমিতে রিলে পদ্ধতিতে সরিষা চাষ করা হয়েছে এবং অন্য কৃষকরাও এগিয়ে আসছে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024