বরগুনার তালতলী থানায় যোগদানের দেড় মাসের মধ্যেই ওসি কালাম খানকে নৌ পুলিশে বদলী করা হয়েছে। বৃহস্পতিবার(২১ নভেম্বর) বিকাল ৩ টার দিকে বরগুনা পুলিশ সুপার ইব্রাহিম খলিল বদলীর বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ১৯ নভেম্বর পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এ সংক্রান্ত আদেশ প্রদান করেন। কালাম খান গত ৩ অক্টোবরে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেন।গতকাল বুধবার রাতেই তালতলী থানা ত্যাগ করে ওসি কালাম খান। বরগুনা পুলিশ সুপার ইব্রাহিম খলিল বলেন,ওসির বদলি আদেশে কোনো কারন লেখা হয়নি। তিনি কি কারণে বদলি হয়েছে। এই বদলি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। হেডকোয়ার্টার্স জানে তিনি বরগুনা আছেন। সে যেহেতু সরকারি চাকরি করেন সেহেতু বদলি আমাদের নিয়মিত একটা বিষয়। নতুন কোনো ওসি দেওয়া হয়নি। ওসি তদন্ত দায়িত্ব পালন করবে।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024