|
Date: 2024-11-21 18:34:30 |
'তথ্য চাওয়া এবং প্রদানের সংস্কৃতিটা অব্যাহত রাখতে পারলে সাধারণ মানুষ উপকৃত হবে' : শ্রীমঙ্গল ইউএনও আবু তালেব
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) শ্রীমঙ্গল এর আয়োজেন অনুষ্ঠিত তথ্য মেলা ২০২৪ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব বলেছেন, দুই দিনব্যাপী তথ্য মেলার মাধ্যমে একটা বিষয় সুস্পষ্টভাবেে প্রমাণিত হয়েছে যে, তথ্য নিয়ে মানুষের যথেষ্ট আগ্রহ রয়েছে, কিন্তু সাধারণ মানুষ এই প্রক্রিয়া সর্ম্পকে অবগত নয়। এক্ষেত্রে টিআইবি ও সনাক তথ্য অধিকার আইন ২০০৯ কে প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে। তথ্য মেলায় শ্রীমঙ্গল উপজেলার প্রায় সকল সরকারি দপ্তর অংশগ্রহণ করেছে। মেলায় আগত দর্শনার্থীরা সরকারি বিভিন্ন দপ্তরে উৎসাহ নিয়ে তথ্য চেয়ে আবেদন করেছেন। উপজেলা প্রশাসনের কাছেও অনেক আবেদন এসেছে। আমি ইতোমধ্যে বেশিরভাগ তথ্য সরবরাহ করেছি। তথ্য চাওয়া এবং তথ্য প্রদানে সংস্কৃতিটাকে ধরে রাখতে পারলে অবশ্যই সাধারণ মানুষ উপকৃত হবে।
'তথ্যই শক্তি, জানবো জানাবো, দুর্নীতি রুখবো' এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উদযাপনের অংশ হিসেবে উপজেলা প্রশাসন শ্রীমঙ্গল ও সচেতন নাগরিক কমিটি (সনাক) শ্রীমঙ্গল টিআইবি এর আয়োজনে তথ্য অধিকার আইন ২০০৯ এর বহুল প্রচার ও প্রসারের লক্ষ্যে বুধবার (২০ নভেম্বর) শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মাঠে শুরু হয়। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে দুদিনব্যাপী তথ্য মেলার সমাপ্তি হয়েছে।
মেলার সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস বলেন, নানা রকমের মেলার মধ্যে তথ্য মেলা একটি ব্যতিক্রমধর্মী আয়োজন। ভূমি সংক্রান্ত আইন কানুন কিছুটা জটিল থাকলেও প্রয়োজনীয় তথ্যাদি ভূমি অফিসের ওয়েবসাইটে আছে। যেকোনো ধরণের তথ্যের জন্য উপজেলা ভূমি অফিস শ্রীমঙ্গল সকলের জন্য সবসময় উন্মুক্ত আছে। তিনি বলেন তথ্য চেয়ে যে সকল আবেদন ভূমি অফিসে জমা পড়েছে, ইতোমধ্যে সবগুলোর তথ্য সরবরাহ করা হয়েছে।
মেলার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের পরিচালক ফারহানা ফেরদৌস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: সাজ্জাদ হোসেন চৌধুরী, সচেতন নাগরিক কমিটি (সনাক), সিলেট এর সভাপতি অ্যাড. সৈয়দা শারমিন আক্তার, সনাক সহ সভাপতি আ্যাড. আলাউদ্দিন আহমেদ ও সনাক সভাপতি দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য্য।
তথ্য মেলায় দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী, সাক্ষর সংগ্রহ অভিযান, কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা এবং দুর্নীতিবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানের নানা আয়োজন ছিল।
তথ্য মেলা ২০২৪ এর প্রথম দিনের অন্যতম ইভেন্ট ছিল স্বাস্থ্য সেবার মানোন্নয়নের লক্ষ্যে গন শুনানী। গন শুনানীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শ্রীমঙ্গলের বিভিন্ন সেবার তথ্য তুলে ধরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: সাজ্জাদ হোসেন চৌধুরী।
মেলায় শ্রীমঙ্গল ইয়েস গ্রুপের পক্ষ থেকে র্যালী, আগত দর্শনার্থীবৃন্দকে তথ্য আবেদন ফরম পূরণে সহায়তা, তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন প্রদান করা হয়।
মেলা আয়োজক কমিটির সভাপতি সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ জানান, এবারের তথ্য মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, আগত দর্শনার্থী ও ইয়েস সদস্য মিলে সরকারি অফিস সমূহে মোট ৮২৬টি তথ্য চেয়ে আবেদন করা হয়েছে। তন্মধ্যে মেলার মাঠেই ৪৮১টি আবেদন এর তথ্য প্রদান করা হয়েছে।
সচেতন নাগরিক কমিটি (সনাক) শ্রীমঙ্গল টিআইবি এর এরিয়া কোঅর্ডিনেটর-সিই মো: আবু বকর জানান, অনুষ্ঠিত তথ্য মেলায় সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে উপজেলা ভূমি অফিস, মৎস্য অফিস, প্রাণীসম্পদ বিভাগ, শিক্ষা অফিস, স্বাস্থ্য কমপ্লেক্স, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ, থানা, মাধ্যমিক শিক্ষা অফিস, সমবায় অফিস, মহিলা বিষয়ক অধিদপ্তর, জালালাবাদ গ্যাস টিএন্ডডি সিস্টেম লি:, যুব উন্নয়ন, নির্বাচন অফিস, পরিবার পরিকল্পনা অফিস, কৃষি অফিস, এলজিইডি, প্রকল্প বাস্তবায়ন অফিস, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন, যুব উন্নয়ন অফিস, সমাজসেবা অফিস, ও সচেতন নাগরিক কমিটির ইয়েস গ্রুপসহ মোট ৩৪ টি স্টল অংশগ্রহণ করে।
© Deshchitro 2024