|
Date: 2022-11-23 07:26:49 |
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)প্রতিনিধি
ঈশ্বরগঞ্জে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় ২৩ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে চেয়ার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, সমাজসেবা কর্মকর্তা মিজানুল ইসলাম আকন্দ, প্রতিবন্ধিকতা বিষয়ক কর্মকর্তা তমালিকা চক্রবর্তী প্রমুখ।
© Deshchitro 2024