|
Date: 2024-11-23 13:27:10 |
রাজশাহীর গোদাগাড়ীতে ২০২৪ সালে জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে ‘স্মরণসভা‘ অনুষ্ঠিত হয়েছে।
গোদাগাড়ী উপজেলা প্রসাশনের আয়োজনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারের সদস্যদের নিয়ে আজ শনিবার সকাল ১০টার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ ‘স্মরণসভা‘ অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আবুল হায়াত।
স্মরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামসুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: মোয়াজ্জেম হোসেন, গোদাগাড়ী বৈষম্যবিরোধী চাত্র আন্দোলনের সমন্বয়ক রহমতুল্লাহ প্রমুখ।
ছাত্র-জনতা আন্দোলনে আহত ও নিহতদের স্মরণ করে বক্তারা বলেন- বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে নিহতদের পরিবারের যথাযথভাবে সহায়তা করার পাশাপাশি আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনকে ভূমিকা রাখতে হবে। আহত ও নিহতদের পরিবারের সদস্যদের পুনর্বাসনের দাবি জানান তারা।
স্মরণ সভার শেষে হাফেজ মাওঃ শরিফুল ইসলামের পরিচালনায় ছাত্র জনতা আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
© Deshchitro 2024