|
Date: 2024-11-23 14:09:23 |
ইউনুছ- হালিমা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার আয়োজনে সমাপনী ক্লাস, নতুন বছরের ছাত্র- ছাত্রী ভর্তি উদ্বুদ্ধ ও অবহিতকরন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নে শ্রীনগরে অবস্থিত ইউনুছ হালিমা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসায় হলরুমে ২৩ নভেম্বর (শনিবার) বেলা ১২ টায় সহকারী শিক্ষক মনির হোসেন সোহেল এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাদরাসার সুপার মাওলানা আবদুস সালাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গভর্নিং বডির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান মামুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহ সাধারণ সম্পাদক রেজানুর পাটোয়ারী লিটন, কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন শান্ত, সদস্য মোশাররফ হোসেন সেলিম গাজী, সপ্না আকতার ও মাওলানা আবদুল আউয়াল।
বক্তারা তাদের বক্তব্য বলেন, এটি একটি দ্বীনি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান। আপনারা দ্বীনি ও সুশিক্ষার জন্য অত্র মাদ্রাসায় আপনার সন্তানদের ভর্তি করার আহবান জানান। আলোচনা শেষে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা মাদরাসার সুপারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
© Deshchitro 2024