|
Date: 2022-11-23 12:18:00 |
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের দুপুরিয়া গ্রামে মাহিন্দ্র গাড়ী উল্টে রেজাউল (৪৪) নামে এক ড্রাইভারের মৃত্য হয়েছে। ২৩ নভেম্বর বুধবার দুপুর আনুমানিক দেড় টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রেজাউল উপজেলার মধ্য দুপুরিয়া গ্রামের কাবুল আকন্দের ছেলে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রেজাউল দুপুরিয়া গ্রামের পাকা সড়ক সংলগ্ন এলাকা থেকে মাটি বুঝাই মাহিন্দ্র গাড়ীটি নিয়ে পার্শ্ববর্তী মাদারপুর গ্রামে রওনা দেয়। স্থানীয় তোতা মেম্বারের বাড়ীর পাশে কাঁচা রাস্তা দিয়ে যাওয়ার পথে গাড়ীটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ওই সময় রেজাউল নিজেকে বাঁচাতে গাড়ী থেকে রাস্তা সংলগ্ন পুকুরে লাফ দেয়। এসময় মাটি বোঝাই ওই মাহিন্দ্র গাড়ীটিও রেজাউলের উপর উল্টে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও এলাকাবাসীদের সহযোগিতায় প্রায় ঘন্টাব্যাপী চেষ্টার পর মাহিন্দ্র গাড়ী সড়িয়ে রেজাউলকে মৃতবস্থায় উদ্ধার করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। সংবাদ পেয়ে ঝিনাইগাতী থানার এসআই তোফাজ্জল হোসেন, ফরিদ আহম্মেদ, এএসআই জিল্লুর রহমানসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে লাশ হস্তান্তর ও ইউডি মামলা প্রক্রিয়াধীন আছে।
© Deshchitro 2024