এইখানেতে আমার বাবার কবর ওইখানেতে যে মা, 

পুকুর পাড়ে ঘুমিয়ে আছে বরাবর নিঝুম নিরালায়। 

দিন গড়িয়ে মাস পেরিয়ে বছর গেল কত, 

তাদের দেখা মিলবে না আর অপেক্ষা করো শত। 

রাতের বেলায় ঝিঁঝিঁ পোকারা আলো জ্বালায় যখন, 

হৃদয় আমার তাদের জন্য ব্যাকুল হয় তখন। 


ছোট্ট বেলায় মায়ের আঁচলে মুখ লুকানোর স্মৃতি, 

আজো আমার হৃদয় নাড়ে সেই ভালোবাসার রীতি। 

বা,জান যে ছিলেন আমার প্রিয় খেলার সাথী, 

বিলের ধারে ডানকিনে মাছ ধরতে পেতাম কত যে তৃপ্তি। 

দু,হাত তুলে মোনাজাত করি দয়াময় প্রভু, 

তাদের ঐ কবরে শান্তিতে রাখিও, শাস্তি দিও না কভু 

ক্ষণ এ জগৎ বড় নির্মম কেউ রাখে না কারোর খবর, 

ফুরালেই দম, থাকতে হবে তোমায় ওই জুল্মাত কবর। 


আপন বলে ভাবো যারে সে তো আপন নয়, 

আদি আপন প্রভু তোমার দিলে নাহি রয়। 

পার করেছো কত সময় দুনিয়ার লোভ মহো তরে, 

অন্তিম কালে থাকতে হবে মাটির ওই ছোট্ট ঘরে। 

কাড়ি কাড়ি টাকা পয়সা আরো কত দালান কোঠা, 

যাবে না তো সঙ্গে তোমার যৎসামান্য ছিঁটে ফোটা। 

আত্মা বিহীন নিথর দেহ থাকবে পড়ে মাটির উপর, 

করবে সবাই তাড়াতাড়ি সামাল দিতে দেহ খানি। 


ক্ষণিকের এই দুনিয়ায় মু,দিলে দুই নয়ন সবই তোর শেষ, 

জীবন থাকতে বুঝলে না তো নাইতো কোন রেস। 

চলে গেলেন কত কত রাজা-বাদশা করে শূন্য হাত , 

সঙ্গে কিছুই নিতে পারলে না তো মাথায় বজ্রপাত। 

জন্মিলে মরিতে হবে ছেড়ে যাবে এ ভুবন, 

রাখনি তুমি কভু মনে এ ছোট্ট কথাটি কখন। 


কবর যে কত নিষ্ঠুর আবাসস্থল বলেছেন আলামিন, 

কর যদি পাপ কাজ মশগুল হয়ে সারাক্ষণ সারাদিন। 

কবর যে তোমার প্রথম ধাপ সে কথা মনে রাখো নি, 

দুনিয়ার কাজে এত লিপ্ত তাই তো মনে পড়েনি। 

সবাই যখন যাবে চলে তোমায় রেখে একা, 

মুনকার নাকির আসবে তখন সঙ্গে হবে তোমার দেখা। 

পারো যদি ছাওয়ালের জবাব সঠিকভাবে দিতে, 

ঠেকবে না তো তুমি আর মিজান পুলসিরাতে। 


মুক্তি তোমার মিলবে গো দিবস আখিরাতে, 

তুলে দুই হাত করি মুনাজাত মুক্তি যেন করে সকল মুসিবতে।

_____

• মাওলানা মোঃ মীর হোসেন 

শিক্ষক ও লেখক 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024