বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধিনে ক্যাডার ও নন–ক্যাডার মিলে ২২ হাজার নতুন নিয়োগ দিতে যাচ্ছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (২৪ নভেম্বর) দুপুর ১টার দিকে সচিবালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান।

জানা গেছে, এখানে সব কটিই কর্মকর্তা পদ। তবে বিসিএসের মাধ্যমে নিয়োগ দেয়া হবে। নাকি বিশেষ বিসিএস হবে। তা দুপুরে প্রেস ব্রিফিংয়ে ঘোষণা দেয়া হবে। 
 
প্রেস ব্রিফিংয়ে সিভিল সার্ভিস নিয়োগ নিয়ে বিস্তারিত জানাবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকলেস উর রহমান।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024