যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক মুক্ত প্রবেশের সুবিধা (জিএসপি) ফিরে পেতে শ্রম অধিকার সংক্রান্ত দেশটির চাহিদা পূরণ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার সে পথেই রয়েছে। এ কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন। 

রোববার (২৪ নভেম্বর) সচিবালয়ে যুক্তরাষ্ট্রের শ্রম প্রতিনিধদলের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, প্রতিনিধি দলটির সঙ্গে বৈঠকে শ্রম অধিকার বিষয়ে ১১ দফা বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছে। এ সময় শ্রম অধিকার নিশ্চিত করে জিএসপি সুবিধা ফিরে পাওয়া যাবে বলে আশাবাদী তিনি।

বাণিজ্য সচিব মোহাং সেলিম উদ্দিন বলেন, বৈঠকে দেশটির বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার আরও বাড়ানোর ওপর জোর দিয়েছে মন্ত্রণালয়। ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের ডিউটি ও কোটা ফ্রি সুবিধা রয়েছে। সে সুবিধা যুক্তরাষ্ট্রেও চায় বাংলাদেশ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024