সুনামগঞ্জ - সিলেট আঞ্চলিক মহাসড়কে সদর উপজেলার নীলপুর বাজার সংলগ্ন রাবার বাড়ীর সামনের সড়কে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষেএক মহিলা নিহত এবং চার জন আহত হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) সকাল ১০ টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মহিলা হলেন, শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ইমামনগর গ্রামের মৃত আব্দুল কাহার'র স্ত্রী রাজিয়া বেগম (৫০) । প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দিরাই থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। সিএনজিটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় রাজিয়া বেগম ঘটনাস্থলেই নিহত হয় এবং সিএনজি চালক সহ চারজন আহত হয়। এখন পর্যন্ত আহতদের নাম পরিচয় জানা যায়নি। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছেন।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024