|
Date: 2024-11-24 12:57:09 |
যুব সমাজকে সামাজিক অবক্ষয় থেকে মুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই। মাদক মুক্ত সমাজ গঠনে খেলাধুলা সহ যুবসমাজের সামাজিক সম্পৃক্ততা দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাধ্যমে সামাজিক উন্নয়ন সম্ভব। কথা গুলো বলেছেন শহীদ রুহুল আমিন (বীরবিক্রম) স্মৃতি সংসদ আয়োজিত ফুটবল শর্টবার টুর্নামেন্টের অতিথিরা।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সিংবাহুড়া গ্রামে অবস্থিত শহীদ রুহুল আমিন (বীরবিক্রম) স্মৃতি সংসদ আয়োজিত ফুটবল শর্টবার টুর্নামেন্টে ২৩ নভেম্বর (শনিবার) রাতে ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে তাওহীদ একাদশ বনাম জগলু একাদশ এর মধ্যকার ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায় তাওহীদ একাদশ ২-০ গোলে জগলু একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।
এসময় উপস্থিত ছিলেন, সামাজিক ও রাজনৈতিক নেতা সাইফুল ইসলাম জগলু, কৃষকদলের সহসভাপতি রেজানুর পাটোয়ারী লিটন, সমাজকর্মী, রাজনৈতিক ও ব্যবসায়ী তাওহীদুল ইসলাম, সোলায়মান মানিক, পেয়ার হোসেন ও মাঞ্জুর হোসেন।
খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়ক হাতে পুরষ্কার তুলে দেন। আগামীতেও মাদক মুক্ত সমাজ গঠনে খেলাধুলাসহ সামাজিক কাজ অব্যহত রাখার আশ্বাস দেন।
© Deshchitro 2024