লাখাইয়ে '"হাওর রক্ষায় আমরা"" এর বৃক্ষ রোপন।
লাখাই উপজেলার বিভিন্ন হাওরে ও হাওরাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসাবে উপজেলার ৫ নম্বর করাব ইউনিয়নের রাঢ়িশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়,দক্ষিণ করাব পীতভূষণ সরকারি বিদ্যালয়, করাব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও করাব রহমানিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে তালের চারা সহ পরিবেশ বান্ধব বৃক্ষ রোপন কর্মসূচী পালন করে" হাওর রক্ষায় আমরা "নামে পরিবেশবাদী সংগঠন।
রবিবার (২৪ নভেম্বর) দুপুর বেলা বৃক্ষ রোপন কালে উপস্থিত ছিলেন পরিবেশ কর্মী মহি উদ্দিন আহমেদ রিপন, সাংবাদিক ও কবি এম ইয়াকুব হাসান অন্তর ,করাব ইউনিয়ব পরিবার কল্যাণ পরিদর্শক সনজিত সিনহা বাপ্পী,,ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক ছাত্র-ছাত্রীবৃন্দ