নওগাঁর পত্নীতলায় শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ আন্দোলন করেছেন বিভিন্ন স্কুলের শিক্ষার্থী সহ এলাকার স্থানীয়রা। মোস্তাফিজুর রহমান (১৭) আকবরপুর ইউনিয়নের মশরইল (শংকরপুর) গ্রামের কৃষক বাবা আনোয়ার হোসেন ও মা মোসলেমা দম্পত্তির একমাত্র পুত্র সন্তান নিহত মোস্তাফিজুর রহমান মধইল বিএল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। নিখোঁজের আটদিন পরে ধানক্ষেত থেকে মিলে তার লেশের টুকরো টুকরো বেশ কিছু অংশ।  রবিবার (২৪ শে নভেম্বর) বেলা ১১টায় মধইল বটতলী  গোল চত্বরে মধইল বিএল উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ জনগনের ব্যানারে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সর্বস্তরের হাজার হাজার মানুষ রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলন কারীদের দাবি অতি দ্রুত মোস্তাফিজুরের খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানান। রাস্তা অবরোধের খবর পেয়ে পুলিশ  ঘটনাস্থলে গিয়ে আসামীদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করার আশ্বাস দিলে  আন্দোলন তুলে নেয় বিক্ষোভকারীরা । বিচার নিশ্চিত না হলে কঠোর কর্মসূচীর  হুশিয়ারীদেন আন্দোলনকারীরা। পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি শাহ মোঃ এনায়েতুর রহমান বলেন এ ঘটনায় একজন কে আটক করা হয়েছে তাকে রিমান্ডে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হবে, যারা জড়িত আছে তাদেরকে আটক করা হবে। ফরেনসিক লাবে মোস্তাফিজুরের বাবার সাথে ওই উদ্ধারকৃত হাড়ের ডিএনএ টেস্ট করা হবে। গত বুধবার (১৩ নভেম্বর) বিকেলে গ্রামের একটি ধান ক্ষেতের গর্ত থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাতের হাড় ও নাড়িভুঁড়ি দেখতে পায় এলাকাবাসী। গর্তে পাওয়া যায় অর্ধগলিত শরীরের কিছু অংশ। পুলিশ খবর পেয়ে সেগুলো উদ্ধার করে। পাশে পড়ে থাকা শার্ট ও লুঙ্গি দেখে পরিবারের সদস্যরা সেগুলো মোস্তাফিজের বলে দাবি করে। এর পর শুরু হয় নানা জল্পনা কল্পনা।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024