|
Date: 2024-11-24 17:57:25 |
মিরসরাই প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা শাখার ৫ নং ওচমানপুর ইউনিয়ন শাখার যুব বিভাগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) বিকালে ড্রীম হোম কমিউনিটি সেন্টারে মোশাররফ হোসেনের পরিচালনায় ও ওচমানপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ইকবাল হোসাইন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার আমীর আলা উদ্দিন শিকদার।
তিনি বলেন, ২৪ এর গণঅভ্যূত্থান থেকে শুরু করে যত বড় বড় অর্জন রয়েছে তাতে যুবকদের অবদান সবচেয়ে বেশি। গণঅভ্যূত্থানের সুফল ধরে রাখতে আগামীর দিনগুলোতেও যুব সমাজকে রাজপথে বলিষ্ঠ ভ‚মিকা রাখতে হবে। যুবসমাজ আমাদের মূল্যবান সম্পদ। জাতীয় উন্নয়ন ও অগ্রগতি যুব সমাজের সক্রিয় অংশগ্রহণের ওপর অনেকাংশেই নির্ভরশীল। যুবসমাজের মেধা, সৃজনশীলতা, সাহস ও প্রতিভাকে কেন্দ্র করেই জাতির ভবিষ্যৎ নির্ধারণ হয়। ফলে যেকোন পরিস্থিতিতে সাহসিকতা, হিকমত ও বুদ্ধিমত্বার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুব সভাপতি আনোয়ার ছিদ্দিক চৌধুরী, জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর মাওলানা নুরুল হুদা হামিদী, জোরারগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি মাঈন উদ্দিন, বাইতুল মাল সম্পাদক আবদুল গফুর, শুরা ও কর্ম পরিষদ সদস্য মোহাম্মদ ফারুক, ইছাখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা জসিম উদ্দিন, হাফেজ ইসমাইল, নুরুল আলম, আবদুল মোতালেব, এমদাদুল হক, অহিদুন্নবী রাসেল প্রমুখ।
আলোচনা সভা শেষে মোশারফ হোসেনকে সভাপতি ও ইমাম হোসেনকে সাধারণ সম্পাদক করে ২০২৪-২০২৫ সালের জন্য ওচমানপুর ইউনিয়ন যুব বিভাগ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যরা হলো বায়তুল মাল সম্পাদক ইউসুফ করিম, প্রচার সম্পাদক মোজাম্মেল হোসেন রায়হান, যুব ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রহিম মাছুম, ক্রীড়া সম্পাদক আজী হোসেন রিয়াদ ও অফিস সম্পাদক নাজমুল হোসাইন।
© Deshchitro 2024