ঝিনাইদহের সাবেক দুই সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দার ও তাহজীব আলম সিদ্দিকীর জামিন মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২৪ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. এমরান চৌধুরি তাদের জামিন মঞ্জুর করেন। এদিন বিকেল সাড়ে ৫ টার দিকে সাবেক দুই এমপি কারামুক্ত হন। বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শামসুজ্জামান তুহিন দৈনিক দেশচিত্র এ তথ্য নিশ্চিত করেছেন। অপরদিকে গত ৭ নভেম্বর ঢাকার নবীনগর থেকে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলমকে গ্রেপ্তার করে র‍্যাব। তার বিরুদ্ধে জামায়াতে ইসলামীর কর্মী আব্দুস সালাম হত্যা মামলাসহ আরো দুটি মামলা ছিল। জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর নাশকতা মামলার আসামি ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়। এ মামলায় তাকে তিনদিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024