|
Date: 2024-11-25 15:32:25 |
আইপিএলের মেগা নিলামে যেন ইতিহাস গড়ার মিশনে নেমেছেন ভারতীয় ক্রিকেটাররা। প্রথমে শ্রেয়াস আইয়ার এবং পরে রিশাভ পান্ত আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটারের খেতাব নিজেদের করে নিয়েছেন।
এদিকে আইপিএলের সবচেয়ে দামি ভারতীয় বোলারের রেকর্ড নিজের করে নিয়েছিলেন ১৮ কোটিতে পাঞ্জাব কিংসে যোগ দেওয়া আর্শদীপ সিং। এবার তার সে কীর্তিতে ভাগ বসালেন ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল। সমান ১৮ কোটিতে পাঞ্জাবেই আর্শদীপের সঙ্গী হয়েছেন তিনি।
এদিকে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ভারতীয় স্পিনারের কীর্তিও এখন চাহালের।
প্রসঙ্গত, সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে ২০২৫ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলাম। রোববার (২৪ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টার কিছুক্ষণ পর শুরু হয় নিলামের মূল কার্যক্রম।
© Deshchitro 2024