কক্সবাজা‌রের কুতুব‌দিয়া উপজেলার দ‌ক্ষি‌ণ ধুরুং ইউ‌নিয়নের নুরার পাড়ার মো.এমরা‌ন নামের এক যুবক ১৬ মাস ধরে নিখোঁজ। গত বছর ৫ জুন'২৩ বা‌ড়ি থে‌কে কাউ‌কে না ব‌লে বের হ‌য়ে যায়। দীর্ঘ‌দিন প‌রিবা‌রের সদস‌্যরা খোঁজ ক‌রেও সন্ধান পান‌নি। তার ব্যবহারিত  মোবাইল নম্বর‌টি (০১৬৭৯১৭১০৪৮) বন্ধ।তার বয়স ২৫, গা‌য়ের রং ফর্সা, উচ্চতা ৫ ফুট ৫ ই‌ঞ্চি‌, ওজন ৫৫ কে‌জি, চুল মাঝা‌রি, চোখ কা‌লো। সে চট্টগ্রা‌মের আঞ্চ‌লিক ভাষায় কথা ব‌লে।

এমরা‌নের পিতা মো.কাইছার আলম ছে‌লে ফি‌রে না আসায় ২৪-১১-২৪ ইং কুতুব‌দিয়া থানায়  সাধারণ ডা‌য়েরী ক‌রেন। ডা‌য়েরী নম্বর: ৯৬৩। কেহ য‌দি এমরা‌নের খোঁজ পে‌লে মোবাইল: ০১৬১২৯২৩৯০১ নাম্বারে যোগা‌যোগ করার অনু‌রোধ ক‌রে‌ছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024