আপনার আমার সামান্য সহযোগিতায় স্বাভাবিক জীবনে ফিরতে পারে মধুপুরের (টাঙ্গাইল) কুলি শ্রমিক ইউনিয়নের সদস্য মোহাম্মদ আলী মরণব্যাধী ক্যান্সারে দীর্ঘদিন যাবৎ ভুগছেন তিনি চিকিৎসায় সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। এ পর্ষন্ত চিকিৎসার খরচ হয়েছে লক্ষ টাকার অধিক ব্যয় করেছেন। বর্তমানে তাঁর স্বাস্থ্যের দ্রুত অবনতি হচ্ছে।

চিকিৎসকরা জানিয়েছেন, ক্যামোথেরাপি দিতে আরো প্রায় লক্ষ টাকার প্রয়োজন। ব্যয় তার পক্ষে বহন করা অসম্ভব হয়ে পড়েছে। তাই সমাজের বিত্তবানরা  সাহায্যের হাত বাড়িয়ে দিন।

মোহাম্মদ আলী গণমাধ্যমকে বলেন, সময় যত যাচ্ছে আমার স্বাস্থ্যের অবনতি হচ্ছে। চিকিৎসকরা ক্যামোথেরাপি দিতে বলেছেন। কিন্তু জন্য প্রতি ক্যামোতে ২০ থেকে ২৫ হাজার টাকা দরকার, যা আমার সামর্থ্যের বাইরে। 

তিনি বলেন, সমাজের বিত্তবানরা হাত বাড়িয়ে দিলে আমার চিকিৎসা সহজ হবে। আমার সুচিকিৎসার জন্য সকলকে পাশে দাঁড়ানোর বিনীত অনুরোধ জানাই।

মোহাম্মদ আলী বলেন, বিভিন্ন ক্যানসার হাসপাতালে আমার চিকিৎসা করাচ্ছি। প্রতিদিন চার থেকে পাঁচ হাজার টাকার ওষুধ লাগছে। পর্যন্ত আমার সয়সম্পত্তির সব বিক্রিয় করে ফেলেছি। আমার সামর্থ্য এখন তলানিতে ঠেকে গেছে। 

মোহাম্মদ আলী টাঙ্গইলের মধুপুর থানার টেংরী গ্রামের মৃত-বিশা খাঁর ছেলে। তার সঙ্গে যোগাযোগ করা যাবে ০১৭২৬-৪৬৫২৭১ নম্বরে। একটি নম্বরেই বিকাশ নগদ অ্যাকাউন্ট খোলা আছে। চাইলে এতে সহায়তা পাঠানো যাবে। 

 

বিকাশ নগদ অ্যাকাউন্ট-০১৭২৬-৪৬৫২৭১

এছাড়া যে ব্যাংক অ্যাকাউন্ট টাকা পাঠানো যাবে তার হিসাব নং: ০২০০০২২৬০১৫২৩ (অগ্রণী ব্যাংকমধুপুর শাখা, টাঙ্গাইল।)

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024