|
Date: 2024-11-27 06:25:22 |
মুন্সি শাহাব উদ্দীন,বিশেষ প্রতিনিধি।
চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ফারেঙ্গা গ্রামের জামাল উদ্দিনের সন্তান এডভোকেট সাইফুল ইসলাম আলিফ চট্টগ্রাম শহরে সন্ত্রাসী হামলায় নিহত হন। ২৬ নভেম্বর মঙ্গলবার এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে। উল্লেখ্য যে, গত মঙ্গলবার ইসকনের চিন্ময় কৃঞ্চ প্রভুর জামিন শুনানীকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত ভবণে ব্যাপক গন্ডগোল ও সংঘর্ষের ঘটনা ঘটে। চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট নাজিম উদ্দিন বলেন, এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে রঙ্গম কমিউনিটি সেন্টারের সামনে সন্ত্রাসীরা কুপিয়ে আহত করেন। পরে চমেকে প্রেরণ করিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যতে পিতা-মাতা ও স্বজনদের আহাজারীতে আকাশ বাতাস ভারী হয়ে যায়।ব্যক্তি জীবণে সে অত্যান্ত সাদাসিদে ও সাহসী, প্রতিবাদী মনের মানুষ ছিলেন বলে তার আত্বীয় স্বজন ও বন্ধু বান্ধবরা জানান। তার হত্যার প্রতিবাদে চট্টগ্রাম শহর সহ লোহাগাড়া সাতকানিয়া ও বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ হয়েছে। সমাবেশে বক্তারা এডভোকেট আলিফ হত্যার সহিত জড়িত সকল সন্ত্রাসীদেরকে আটক পূর্বক আইনের আওতায় আনার জোর দাবী জানানা। আলিফ পাঁচ ভাই দুই বোনের মধ্যে ৩য়। লোহাগাড়া দরবেশ হাট রোডে জমি খরিদ করে তথায় বাড়ী নির্মাণ করে বাবা-মা ও স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতেন। বিবাহিত জীবণে সে এক কন্যা সন্তানের জনক। তার এহেন মুত্যুতে সারাদেশের মানুষ শোকাহত। আইনী প্রক্রিয়া শেষে তাকে আজ আছরের নামাজের পর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এলাকার মানুষের সাথে কথা বলে জানা যায়, আলিফ অত্যান্ত ভাল ও নম্র স্বভাবের ও বিনয়ী মানুষ ছিলেন। তারা তার হত্যাকারীর দৃষ্টান্ত মুলক বিচার দাবী করেন।
© Deshchitro 2024