|
Date: 2024-11-27 14:30:22 |
তজুমদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে‘স্মরণসভা’অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন, তজুমদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রব, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাও. আব্দুর রাজ্জাক, তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ আব্দুল্যাহ আল নোমান, প্রেসক্লাবের যুগ্ম-আহবায়ক ও দৈনিক নয়া দিগন্তের তজুমদ্দিন উপজেলা সংবাদদাতা হেলাল উদ্দিন লিটন, যুগ্ম-আহ্বায়ক ছাইদুল হক মুরাদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিধূ ভূষণ রায়, ছাত্র অধিকার পরিষদের ভোলা জেলা সহ-সভাপতি হাসনাঈন তানভীর, জুলাই-আগষ্টের গণঅভ্যুত্থানে খুনিদের গুলিতে তজুমদ্দিনের একমাত্র শহীদ মনিরের স্ত্রী রোজিনা বেগম, তার পিতা মো. আব্দুল মন্নান, ইসলামিক ফাউন্ডেশনের তজুমদ্দিন উপজেলা কো-অর্ডিনেটর নুরুল ইসলাম, ঢাকা গুলিবিদ্ধ ছাত্র আশ্রাফুল ইসলাম নিশাদ প্রমুখ।
© Deshchitro 2024