সুনামগ‌ঞ্জের নাশকতা মামলার আসামী ছাতকে আওয়ামীলীগ নেতা ও দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিককে পু‌লিশ গ্রেপ্তার করেছে। গত বুধবার সকালে উপজেলা পরিষদ সামনে থেকে তাকে গ্রেপ্তার ক‌রে পু‌লিশ। সে উপ‌জেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের সেনপুর গ্রামের মৃত আব্দুল মানিকের পুত্র। তিনি দক্ষিণ খুরমা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আবু বক্কর সিদ্দিক। এস আই আব্দুস সাত্তার ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ক‌রে ব‌লেন সুনামগঞ্জ সদর থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। এব‌্যাপা‌রে থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান এঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন গ্রেফতারকৃত ইউপি চেয়ারম্যানকে সুনামগঞ্জ সদর থানায় পাঠানো হয়। তার বিরু‌দ্ধে সি‌লে‌টের বি‌ভিন্ন থানায় একা‌ধিক মামলার পলাতক আসামী ব‌লে পু‌লিশ জা‌নি‌য়ে‌ছে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024