
বানিয়াচংয়ে ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন। এরই ধারাবাহিকতায় বুধবার (২৭ নভেম্বর) দুপুরে হাসান মঞ্জিলে আহতদের সাথে কথা বলেন এবং চিকিৎসার খোঁজ নিয়েছেন তিনি।
তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ৯জন শহীদসহ বহু মানুষ আহত হয়েছেন। অনেক আহত ব্যক্তি এখনও পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠেননি। অনেকের চিকিৎসার কাগজপত্রে সমস্যা রয়েছে। এ ক্ষেত্রে বিএনপি নেতৃবৃন্দসহ আমি তাদের পাশে সবসময় আছি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা সাংবাদিক মোশাররফ হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহির মিয়া, সাবেক দফতর সম্পাদক মখলিছুর রহমান আবু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সামছুল আরেফীন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, সাংবাদিক শেখ নুরুল ইসলাম ও সাংবাদিক আল হাদী প্রমুখ।