রংপুরের পীরগাছায় মসজিদ-মাদ্রাসার ইমাম, মুয়াজ্জিন ও হিন্দু ধর্মালম্বীদের নিয়ে এক সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউএনও নাজমুল হক সুমনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম নজরুল ইসলাম, থানা ওসি (তদন্ত) তাজুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাহমুদুল হাসান, ইমাম আব্দুল আহাদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা বিশ্বেশ্বর চন্দ্র বর্মন, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ভবেশ চন্দ্র বর্মন, পূজা উদযাপন পরিষদের সভাপতি তরুন কুমার রায় ও সাধারণ সম্পাদক রুহিদাস চন্দ্র বর্মন, প্রেসক্লাবের সাবেক সভাপতি তোজাম্মেল হক মুন্সী ও ছাত্র সমন্বয়ক শামিম মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
দুঃখেশ্বর চন্দ্র তার বক্তব্যে বলেন, পীরগাছায় হিন্দু-মুসলমান কোন ভেদাভেদ নাই। আমরা এবার দুর্গা পূজায় দেখেছি জামায়াতের ভাইয়েরা আমাদের মন্দির পাহারা দিয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা বিশ্বেশ্বর চন্দ্র বর্মন বলেন, আমি হিন্দু হিসেবে বাঁচতে চাইনা আমি বাংলাদেশি হিসেবে বাঁচতে চাই।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024