নড়াইল সদরে অবস্থিত দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে (২৮ নভেম্বর) বৃহস্পতিবার বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত  ও আহতদের স্মরণে স্মরণসভা এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজের অধ্যক্ষ কাজী তাকিবুর রহমানের সভাপতিত্বে ও আইসিটি প্রদর্শক মোঃ ইবাদৎ হোসেন এর সঞ্চালনায়  অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কলেজের  শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত  উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। সভাপতির স্বাগত বক্তব্যে কলেজের অধ্যক্ষ কাজী তাকিবুর রহমান  বিগত স্বৈরশাসকের বিভিন্ন অপতৎপরতার কথা উল্লেখ করে শিক্ষার্থীদের মাঝে  বৈষম্য বিরোধী সকল শহীদ ও আহতদের  অবদানের কথা তুলে ধরেন।

উক্ত স্মরণসভায় শিক্ষার্থীরদের মধ্য থেকে বৈষম্য বিরোধী যোদ্ধা ও শহীদ আবু সাঈদ নিয়ে কবিতা আবৃত্তি করে  - প্রথম বর্ষের শিক্ষার্থী মিশকাত সরদার ও ফারহানা তাসনিম। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন কলেজের ইসলামি শিক্ষা বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক মোহা: আবুল হুসাইন। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024