লাখাইয়ে জালনোট প্রতিরোধে সচেতনতা মূলক ওয়ার্কশপ। লাখাইয়ে জালনোট প্রতিরোধে সচেতনতা মূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক সিলেট অফিস এর আয়োজনে আয়োজিত ওয়ার্কশপ দুপুর ১১ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) নাহিদা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের যুগ্ম পরিচালক ডক্টর শিরিন আক্তার, বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের যুগ্ম পরিচালক মোহাম্মদ আশরাফ উদ্দিন, বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের যুগ্ম পরিচালক ( ক্যাশ) আবু সালেহ মোহাম্মদ আরিফ চৌধুরী, সোনালী ব্যাংক হবিগঞ্জ এর প্রিন্সিপাল শাখার এসপিও জেবিন তাহমিনা হক। সোনালী ব্যাংক লাখাই শাখার ম্যানেজার মোঃ সাইফ উদ্দিন ফকির এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কশপে উপজেলার জনতাব্যাংক বুল্লাবাজার শাখার ম্যানেজার,কৃষি ব্যাংক কালাউক ম্যানেজার সহ বিভিন্ন শাখার ম্যানেজার, উপজেলা পরিষদ এর বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষার্থীরা অংশ নেন। কর্মশালায় বক্তাগন বলেন জালনোট প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে জালনোট প্রতিরোধে ঐক্য বদ্ধ প্রয়াস চালাতে হবে। একশ্রেণির লোক বাজারে জালনোট নিয়ে জনগণকে প্রতারিত করে থাকে।তাদেরকে প্রতিহত করতে সচেতনতা সৃষ্টির করতে হবে। এছাড়া জালনোট সনাক্তকরণের পদ্ধতি সম্বন্ধে জনগণের মধ্যে সম্যক ধারনা সৃষ্টি করতে হবে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024